এইমসে সফলভাবে অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন
Web Desk, ABP Ananda | 14 May 2018 03:39 PM (IST)
নয়াদিল্লি: নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (এইএমস) কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন হল। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গিয়েছে। এইএমস-এর আধিকারিক জানিয়েছেন, ‘আজ কেন্দ্রীয় মন্ত্রী জেটলির কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে। দাতা ও গ্রহিতা দু’জনই স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন।’ বেশ কিছুদিন ধরেই কিডনি-জনিত সমস্যায় ভুগছিলেন জেটলি। একমাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। অসুস্থ থাকার কারণে লন্ডনে দশম ভারত-ব্রিটেন আর্থিক সম্মেলনে যোগ দিতে যেতে পারেননি তিনি। ট্যুইট করে তিনি নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। কয়েক বছর আগে আগে তাঁর হৃদযন্ত্রেও অস্ত্রোপচার হয়েছিল। ওজন বাড়া সংক্রান্ত সমস্যার জন্য ২০১৪ সালের সেপ্টেম্বরে আরও একটি অস্ত্রোপচার হয় তাঁর। আজ ফের অস্ত্রোপচার হল।