সরকারের রোজকার কাজকর্মে বেশিরকম নাক গলাচ্ছে আদালত, বললেন জেটলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 May 2016 02:06 AM (IST)
নয়াদিল্লি: বিচারপতিদের কলেজিয়াম প্রথা তুলে দেওয়ার ব্যাপারে কেন্দ্রের প্রচেষ্টায় জল ঢেলেছিল সুপ্রিম কোর্ট। সেই মূহুর্তে পিছিয়ে এলেও কেন্দ্র বুঝিয়ে দিয়েছিল, দরকারে এই ইস্যুতে আদালতের সঙ্গে ফের সংঘর্ষে যাবে তারা। সে ব্যাপারে আবার ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুণ জেটলি আদালতের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন। বুধবার সংসদে জেটলি মন্তব্য করেছেন, সরকারের রোজকার কাজকর্মে আদালতের অকারণ খবরদারি বাড়ছে। রাজ্যসভায় জিএসটি ইস্যুর সমাধান চেয়ে নয়া কমিশন বসানোর দাবি করে কংগ্রেস। এতে অসন্তুষ্ট জেটলি অভিযোগ করেন, সরকারের কাজকর্মে যেভাবে কোর্টের নজরদারি বাড়ছে তাতে তাঁদের কাজ শুধু বাজেট তৈরি আর কর বসানোয় থমকে গিয়েছে। যদি এভাবেই চলতে থাকে, তবে কর বসানোর কাজও আদালতের ওপরেই ছাড়তে হবে। তাই এই মুহূর্তে স্বতন্ত্র কমিশনের আবদার না করার জন্যও কংগ্রেসকে অনুরোধ করেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে উত্তরাখণ্ড থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নিয়েছে কেন্দ্র। এরপরেই জেটলির এই মন্তব্য হয়তো অন্য কোনও ইঙ্গিত বহন করছে।