নয়াদিল্লি: জালিওয়ানাবাগ হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতি এমন এক ভারতের জন্য কাজ করার অনুপ্রেরণা দেয়, যার জন্য তাঁরা গর্বিত হতেন। ট্যুইট করলেন নরেন্দ্র মোদি। শনিবার পরাধীন ভারতের ইতিহাসের সেই মর্মান্তিক শোকের দিনের শতবর্ষ পূর্তিতে প্রধানমন্ত্রী লিখেছেন, আজ যখন আমরা ভয়াবহ জালিয়ানওয়ালাবাগ হত্যালীলার শতবর্ষ পালন করছি, ভারত সেই শহিদদের শ্রদ্ধা জানাচ্ছে। ওঁদের সাহস, বলিদান কখনও ভোলা যাবে না। ওঁদের স্মৃতি আমাদের এমন এক ভারত তৈরির জন্য আরও পরিশ্রম করার প্রেরণা দেয়, যা নিয়ে তাঁরা গর্ব বোধ করতে পারেন।




১৯১৯ এর ১৩ এপ্রিল দিনটিতে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে কর্নেল রেজিনাল্ড ডায়ারের পরিচালনাধীন ব্রিটিশ ভারতীয় সেনা স্বাধীনতার দাবিতে বিক্ষোভরত জনতার ওপর গুলিবর্ষণ করে। বহু মানুষ হতাহত হন।