চেন্নাই: সরকার অর্ডিন্যান্স জারি করার পর রবিবার জাল্লিকাট্টু অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুতে। তা সত্ত্বেও আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। স্থায়ী সমাধানের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। কিন্তু রাজ্য সরকার আর আন্দোলন চালাতে দিতে নারাজ। গতকাল রাতেই চেন্নাইয়ের মেরিনা বিচে পৌঁছে যায় পুলিশ। আজ সকাল থেকেই শুরু হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার কাজ। প্রতিবাদীদের জোর করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিশৃঙ্খলা থামাতে লাঠিচার্জও করেছে পুলিশ। তবে মহিলা ও শিশুদের নিরাপদেই সরিয়ে দেওয়া হয়েছে।
মেরিনা বিচে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করে পুলিশ। তারা আন্দোলন বন্ধ করারও অনুরোধ জানিয়েছে। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের এই বার্তায় কান দিতে নারাজ। মেরিনা বিচ থেকে তাঁদের জোর করে সরিয়ে দেওয়া হলে আত্মহত্যা করার হুমকিও দিয়েছেন কয়েকজন আন্দোলনকারী। মাদুরাইয়ের মানুষও আন্দোলন থামাতে নারাজ। পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জাল্লিকাট্টু: মেরিনা বিচ থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jan 2017 09:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -