কাশ্মীর: সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর কেটে গিয়েছে শতাধিক দিন। মঙ্গলবার পর্যন্ত বন্ধই ছিল শ্রীনগরের ঐতিহাসির জামা মসজিদ। আজ বুধবার জামা মসজিদ খুলে তা পরিষ্কার করে অনুষ্ঠিত হল জোহরের নামাজ। দুপুরে আয়োজিত এই নামাজে অংশগ্রহণ করল ১৫০ নমাজি। সংবাদসংস্থা প্রকাশিত খবর অনুযায়ী জুম্মাবারেও (শুক্রবার) এখানে নামাজ অনুষ্ঠিত হবে।


বুধবার মসজিদ খুলে তা পরিষ্কার করেন অঞ্জুমন-ই-আয়ুকাফ এবং হুরিয়ত কনফারেন্সের অন্যতম প্রধান মিরওয়াইজ উমর ফারুক। এরা দুজনই জামা মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারি। প্রবীণ সদস্য অঞ্জুমন-ই-আয়ুকাফ এদিন বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজই মসজিদ পরিষ্কার করব। ৫ অগাস্টের পর এখানে জোহর ও আসরের নামজ অনুষ্ঠিত হল।”


১৪ শতকে তৈরি এই মসজিদ খুলে যাওয়া স্বভাবতই খুশি শ্রীনগরবাসী। স্থানীয়দের মধ্যে মহম্মদ সুলতান নামের এক ব্যক্তি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “এটি একটি আধ্যাত্মিক স্থান। ৫ অগাস্টের পর এই মসজিদ সেই পরিমণ্ডল ও পরিবেশ হারিয়েছে। সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ, উপাসকদের জন্য মসজিদের দরজা আবার খুলে গিয়েছে।”