গত রবিবার কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর।নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ হিংসাত্মক হয়ে উঠেছিল। ডিটিসি-র চারটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০০ গাড়ি ও পুলিশের ১০ টি বাইক ভাঙচুর করা হয়। এরপর পুলিশ ক্যাম্পাসে ঢুকে বলপ্রয়োগ করে।
পড়ুয়াদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পুলিশের মারধরের প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, আইআইটি-বম্বে,টিআইএসএস, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়ারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মঙ্গলবার পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা সহ প্রতিবাদকারীরা তেরঙা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে আন্দোলন জারি রাখতে বিশ্ববিদ্যালয়ের বাইরে জমায়েত করেন। প্রবল ঠাণ্ডার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি ছোট মিছিল করেন। সরকার বিরোধী স্লোগানও দেন। তবে যান চলাচল যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখেন।
জামিয়ায় হিংসার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনও পড়ুয়া নন।