নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে সমাবেশে ‘আজাদি’ স্লোগান কানহাইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2019 07:05 PM (IST)
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার। বিহারের পূর্ণিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র বিরুদ্ধে তাঁর ‘আজাদি’ স্লোগান তুললেন।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সরব জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার। বিহারের পূর্ণিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র বিরুদ্ধে ‘আজাদি’ স্লোগান তুললেন। নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি-র প্রতিবাদে আয়োজিত ওই জনসভায় কানহাইয়া পড়ুয়াদের সংযত থেকে ‘শান্তিপূর্ণ ও দৃঢ়তা’র সঙ্গে আন্দোলন করার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে পথে। এটা হিন্দু-মুসলিমের লড়াই নয়...আমরা সাভারকরের নয়, ভগত সিংহ ও বাবাসাহেব অম্বেডকরের দেশ চাই। ওরা চায় আসফাক ও বিসমিলের মধ্যে লড়াই লাগিয়ে দিতে, কিন্তু আমরা তা হতে দেব না’। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পড়ুয়াদের ওপর পুলিশি আচরণের নিন্দা করে কানহাইয়া বলেন, পুলিশ যখন পড়ুয়াদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহার করে, তখন সারা দেশের ছাত্রদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিবাদ জানাতে হবে শান্তিপূর্ণভাবে। এভাবে সরকারকে জানিয়ে দিতে হবে যে, এনআরসি-র প্রয়োজন নেই। তিনি বলেন, ‘এটা সংবিধান রক্ষার লড়াই’। তিনি ‘আজাদি’ স্লোগানও দেন। সমাবেশে অংশগ্রহণকারীরা সেই স্লোগানে গলা মেলান। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বেগুসরাই আসনে বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহর কাছে হেরে গিয়েছিলেন কানহাইয়া। পূর্নিয়া, কাটিহার, আরারিয়া ও কিষাণগঞ্জের মতো বিহারের সীমাঞ্চলের জেলাগুলি থেকে আগত পড়ুয়াদের সমাবেশে ভাষণ দেন কানহাইয়া।