শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সেনার এক মোবাইল ভ্যান চেক পয়েন্টে হামলার চেষ্টা করে ব্যর্থ হল জঙ্গিরা। সংঘর্ষে খতম হয়েছে ১ জঙ্গি সহ ৫ জন। পুলিশের ধারণা, এই ৪ জন ওই জঙ্গির সাগরেদ ছিল।

পুলিস জানিয়েছে, সোপিয়ানের পোহন এলাকার পাশে সেনার ওই মোবাইল ভ্যান একটি গাড়িকে থামার নির্দেশ দেয়। কিন্তু গাড়ি থামানোর বদলে সেখান থেকে সেনাকর্মীদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। জবাবে গুলি চালান সেনাকর্মীরাও, খতম হয় এক জঙ্গি।

গাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে কিছু দূরে আর একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে চার যুবকের দেহ উদ্ধার করে তারা। আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা খোঁজ নিয়ে দেখছেন এই ৪ জন মৃত জঙ্গির সাগরেদ ছিল কিনা। যদিও স্থানীয় মানুষের দাবি, তারা সাধারণ নাগরিক ছিল।

সেনা অবশ্য স্পষ্ট করে দিয়েছে, মৃত ৪ জন জঙ্গিদের সাহায্য করছিল। এরা স্থানীয় বাসিন্দা, সোপিয়ানেরই ত্রেঞ্জ, পিঞ্জুরা ও ইমামসাহিব এলাকায় এদের বাড়ি। আর যে জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছে তার নাম সাহিদ আহমেদ দার। সেও স্থানীয়, বাড়ি সোপিয়ানের জামনগরীতে।

২০ বছরের সাহিদ ১ মার্চ লস্কর ই তৈবায় নাম লেখায়। ২ তারিখ লস্করের কুখ্যাত জঙ্গি নাবিদের সঙ্গে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই নাবিদ ৬ ফেব্রুয়ারি শ্রীনগরের এসএমএইচ হাসপাতালে ২ পুলিশকর্মীকে হত্যা করে চম্পট দেয়। তার জন্য এখনও তল্লাশি চলছে।