শ্রীনগর: জম্মু কাশ্মীরের কুপওয়াড়া জেলার মাছিল সেক্টরে অনুপ্রবেশের সময় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এনকাউন্টার এখনও চলছে।
এর কয়েক ঘণ্টা আগেই আর্নিয়া সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, গুলি চালিয়ে হত্যা করেছে বেশ কয়েকটি গবাদি পশু, ক্ষতি করেছে বহু সম্পত্তির।
কামান দেগে ও মর্টার ছুঁড়ে নিয়ন্ত্রণরেখার এপাশে হামলা চালিয়েছে পাকিস্তান। ছোট স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও ব্যবহার করেছে তারা।
৫ তারিখ এই আর্নিয়া সেক্টরে এক জঙ্গির দেহ উদ্ধার করে বিএসএফ। ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল সে।
এর আগে ৮ অগাস্ট মাছিল সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময় ৫ জঙ্গিকে নিকেশ করে সেনা। এ বছর জুনের আগে পর্যন্ত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ২২টি অনুপ্রবেশের চেষ্টা আটকে দিয়েছে সেনা। খতম হয়েছে ৩৮জন জঙ্গি।
মাছিল সেক্টরে অনুপ্রবেশের সময় খতম ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Sep 2017 11:05 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -