শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে খতম তিন জঙ্গি। বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার গভীর রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরের বাক্তুর অঞ্চলে কয়েকজন জঙ্গির উপস্থিতি টের পায় বাহিনী।
সঙ্গে সঙ্গে মোকাবিলা করতে ওই অঞ্চলে পৌঁছে তল্লাশি শুরু করলে বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি বিনিময় হয়। সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।
এদিকে, বুধবার ভোররাত তিনটে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পাকিস্তান। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, ছোট অস্ত্র ও মর্টার শেলিং করে পাক সেনা। ভারত তার যোগ্য জবাবও দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, এই নিয়ে টানা চারদিন সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে পুঞ্চ ও রাজৌরির নাগরিক অঞ্চলগুলিতে গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। এখনও পর্যন্ত একটি শিশু ও এক জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া, নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তর কাশ্মীরের তাঙঘর অঞ্চলের গ্রাম লক্ষ্য করেও শেলিং করে পাকিস্তান। সোমবার, নিয়ন্ত্রণরেখা লাগোয়া মানকোট ও শাহপুরে বোমাবর্ষণ করে পাকিস্তান।
অন্যদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলার কণ্ঠপুরার হাজাম নালা থেকে জঙ্গিদের একটি আত্মগোপন করে থাকার ঘাঁটি উদ্ধার করে ধ্বংস করেছে বাহিনী। সেখান থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জম্মু ও কাশ্মীর: ৩ জঙ্গি খতম, নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশ রুখল সেনা
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2019 06:39 PM (IST)
সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -