জম্মু: সাধারণ মানুষের সুরক্ষা ও উদ্ধারের কাজে বরাবরই তত্পর ভারতীয় বায়ুসেনা।  জম্মু ও কাশ্মীরে এমনই এক তত্পরতার দৃষ্টান্ত গড়ল বায়ুসেনা। বাহিনীর সাহসী  পাইলটরা  স্বল্প আলোতেই হেলিকপ্টার উড়িয়ে অসুস্থ এক মহিলাকে হাসপাতালে পৌঁছে দিলেন।


মঙ্গলবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের উধমপুরে মোতায়েন হেলিকপ্টার ইউনিটের কাছে একটি বার্তা আসে। সেই বার্তা আসার পর ইউনিটকে জম্মুর প্রত্যন্ত জেলা কিশতওয়াড়ে গিয়ে লিভারের অসুখে আক্রান্ত এক মহিলাকে চিকিত্সার জন্য জম্মুতে পৌঁছে দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়।

সন্ধে ঘনিয়ে আসায় আলো তখন খুবই কমে গিয়েছিল। আর যেখান থেকে অসুস্থ ওই মহিলাকে নিয়ে আসার পর তা দুর্গম পাহাড়ি এলাকা। এমন পরিস্থিতিতেও ভারতীয় বায়ুসেনার দুই সাহসী পাইলট মিশন সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেন এবং প্রতিকূল পরিস্থিতিতেই হেলিকপ্টার উড়িয়ে দেন। অসুস্থ মহিলাকে হেলিকপ্টারে তোলার পর ওই সাহসী পাইলটরা নাইট ভিশন গগলসের সাহায্যে জম্মুর এযারফোর্স স্টেশনে হেলিকপ্টার অবতরণ করান।

বায়ুসেনা সূত্রে খবর, এই ঝুঁকিপূর্ণ মিশন পূর্ণ করেন উইং কম্যান্ডার শিবম মনচন্দা ও স্কোয়াড্রন লিডার এম কে সিংহ। হেলিকপ্টার অবতরণের পর অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গিয়েছে।