শ্রীনগর: দেশ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ জন আধিকারিককে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর সরকার। বরখাস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্যে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর। গতকাল সন্ধেয় তাঁদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। বরখাস্ত কর্মীদের মধ্যে রয়েছেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের এক সহকারি রেজিস্ট্রার। এছাড়াও রাজ্যের শিক্ষা, রাজস্ব, জনস্বাস্থ্য, কারিগরি এবং খাদ্য দফতরের কয়েকজন আধিকারিককেও বরখাস্ত করা হয়েছে।
রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, বরখাস্ত আধিকারিকদের দেশ-বিরোধী কার্যকলাপ সংক্রান্ত রিপোর্ট তৈরি করে পুলিশ মুখ্য সচিবের কাছে পাঠায়। এরপরই সংশ্লিষ্ট বিভাগগুলির প্রধানদের ওই কর্মীদের চাকরি খারিজের নির্দেশ জারি করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব।
উল্লেখ্য, গত জুলাইতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে অশান্তি শুরু হয়।এই ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে।জখমের সংখ্যা প্রায় ১২০০। কেন্দ্র বারেবারেই বলেছে, কাশ্মীরে হিংসাশ্রয়ী বিক্ষোভ ও পাথর ছোঁড়ার ঘটনায় পাক মদতপুষ্ট জঙ্গিদের উস্কানি রয়েছে। তারাই এ ধরনের বিক্ষোভ সংগঠিত করছে।
এই নিয়ে দ্বিতীয়বার দেশ-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য রাজ্যের সরকারি আধিকারিকদের বরখাস্ত করা হল।
১৯৯০-এ বিচ্ছিন্নতাবাদ-পন্থী অবস্থানের জন্য পাঁচ আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল। এর প্রতিবাদে কাশ্মীরের সরকারি কর্মীরা তিন মাস বনধ পালন করেছিলেন।