হিজবুল মুজাহিদিনে যোগ জম্মু ও কাশ্মীরের আইপিএস অফিসারের ভাইয়ের
Web Desk, ABP Ananda | 09 Jul 2018 12:10 PM (IST)
শ্রীনগর: জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দিলেন জম্মু ও কাশ্মীরের আইপিএস অফিসার ইনামুল হকের ভাই শামসুল হক মেঙ্গনু। ২০১২-র ব্যাচের আইপিএস অফিসার ইনামুল। তিনি এখন উত্তর-পূর্বে মোতায়েন। তাঁর ভাই ইউনানি মেডিসিনে ব্যাচেলর’স কোর্স করছিলেন। কিন্তু গতকাল হিজবুল একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, একে-৪৭ হাতে দাঁড়িয়ে আছেন শামসুল। সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে সাতজন জঙ্গি খতম হওয়ার এক মাস পরেই নিখোঁজ হয়ে যান শামসুল। এবার তাঁকে জঙ্গিদের সঙ্গে দেখা গেল। হিজবুল তাঁর সাঙ্কেতিক নাম দিয়েছে ‘বুরহান সানি’। পুলিশ সূত্রে খবর, এ বছরের ২১ মে থেকে এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি তরুণ জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। তাদের সবারই ছবি প্রকাশ করেছে হিজবুল। এভাবেই জঙ্গি কার্যকলাপকে আকর্ষণীয় করে দেখাতে চাইছে হিজবুল।