পুলওয়ামায় সিআরপিএফ শিবিরে জঙ্গিহানা, চলছে গুলির লড়াই
Web Desk, ABP Ananda | 16 Feb 2018 12:33 AM (IST)
ফাইল ছবি
শ্রীনগর: সুঞ্জওয়ানে হামলার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিহানা। পুলওয়ামা রেলস্টেশনের কাছে অবন্তীপোরার পাঞ্জ গম গ্রামে সিআরপিএফ শিবিরে হামলা চালাল জঙ্গিরা। চলছে গুলির লড়াই। সিআরপিএফ সূত্রে খবর, আজ রাত আটটা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। ওই অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে তলছে তল্লাশি। তবে এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।