জম্মু ও কাশ্মীরের পু্ঞ্চে ফের মর্টার হামলা পাকিস্তানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Nov 2019 11:16 AM (IST)
জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলিতে মর্টার হামলা চালায় পাকিস্তান। সরকারি সূত্রের খবর অনুযায়ী, সোমবার ভোর ৪টে থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মর্টার হামলা চালায় পাকিস্তান।
জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী অঞ্চলের গ্রামগুলিতে মর্টার হামলা চালায় পাকিস্তান। সরকারি সূত্রের খবর অনুযায়ী, সোমবার ভোর ৪টে থেকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মর্টার হামলা চালায় পাকিস্তান। জম্মু জেলার আখনুর সেক্টরে এই মর্টার বর্ষণ চলে রাত ১০টা পর্যন্ত। সরকারি মুখপাত্র জানান, ছোট আগ্নেয়াস্ত্র ও মর্টার শেল দিয়ে সীমান্তরেখা বরাবর জনবসতিপূর্ন কাসনা ও কেরনি সেক্টরেও হামলা চালায় পাকিস্তান।যদিও হতাহতের এখনও কোনও খবর নেই। যথাযথ জবাব দেয় ভারতীয় সেনারা।