শ্রীনগর: নাম নূর মহম্মদ তান্ত্রে। বয়স ৪৭। উচ্চতা মাত্র তিন ফুট। কিন্তু সে-ই সম্প্রতি কাশ্মীরে জঙ্গি হামলার পিছনে রয়েছে বলে সন্দেহ পুলিশের। জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এই জঙ্গি এখন নিরাপত্তারক্ষীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


অবন্তীপোরার পুলিশ সুপার মহম্মদ জাহিদ বলেছেন, এই তিন ফুটের জঙ্গি ২০০৩ সালে দিল্লিতে গ্রেফতার হয়। ২০১১ সালে পোটা আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। কয়েকমাস আগে প্যারোলে মুক্তি পেয়ে পালিয়ে গিয়ে ফের জঙ্গি দলে যোগ দিয়েছে সে।

এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলার তদন্ত করতে গিয়ে আমার জানতে পেরেছি, তান্ত্রে জইশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সে আর অপর এক জইশ কমান্ডার মুফতি ওয়াকাস সাম্প্রতিক জঙ্গি হামলার পিছনে ছিল। অগাস্টে পুলওয়ামা জেলার পুলিশ লাইনে হামলার সঙ্গে যুক্ত জইশ-ই-মহম্মদ জঙ্গিদের সাহায্য করেছিল তান্ত্রে। সেই হামলায় আটজন নিরাপত্তারক্ষী ও তিন জঙ্গির মৃত্যু হয়। এ মাসের তিন তারিখ শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিএসএফ ছাউনিতে জঙ্গি হামলার সঙ্গেও যুক্ত ছিল তান্ত্রে।’

এ মাসের সাত তারিখ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি এস এন শ্রীবাস্তব, আইজি অপারেশনস কাশ্মীর জুলফিকার হাসান ও স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। গতকাল সেনাপ্রধানও কাশ্মীর উপত্যকার পরিস্থিতি নিয়ে উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন।