জানা গিয়েছে, ১ জঙ্গির এখনও খোঁজ চলছে। কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর হাতে খতম ৩ আইএসআইএস জঙ্গি, শহিদ ১ পুলিশকর্মী
ABP Ananda, Web Desk | 22 Jun 2018 12:14 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে খতম হয়েছে ৩ আইএস জঙ্গি। আজ ভোরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। এক পুলিশকর্মী সংঘর্ষে শহিদ হয়েছেন, প্রাণ গিয়েছে ১ নাগরিকেরও। পুলিশ জানিয়েছে, অনন্তনাগের শ্রীগুফওয়ারা এলাকায় জঙ্গিদের ঘাঁটি গাড়ার খবর বাহিনীর কাছে ছিল। আজ ভোরে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে তারা। সে সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে জবাব দেয় বাহিনীও। সংঘর্ষে ৩ জঙ্গি খতম হয়, জানা গিয়েছে, তারা আইএসআইএসের সঙ্গে যুক্ত ছিল। ১ জওয়ান শহিদ হয়েছেন সংঘর্ষে, মারা গিয়েছেন সাধারণ ১ নাগরিকও।