কাশ্মীরের অনন্তনাগে স্পেশাল পুলিশ অফিসারকে বাড়িতে ঢুকে মারল জঙ্গিরা
ABP Ananda, Web Desk | 30 Mar 2018 07:38 AM (IST)
অনন্তনাগ: জম্মু কাশ্মীরের অনন্তনাগের বিজবেহড়া এলাকায় এক স্পেশাল পুলিশ অফিসার বা এসপিওর বাড়িতে ঢুকে জঙ্গিরা তাঁকে গুলি করে মারল। মৃতের নাম মুস্তাক আহমেদ শেখ। গুলিতে গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রীও। অভিযুক্তদের সন্ধান চলছে। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর ওই এসপিও দাসনিপোরা এলাকার কাটু বাজপান গ্রামে থাকতেন। গতকাল রাতে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় ২ জঙ্গি। ঘটনাস্থলেই মুস্তাকের মৃত্যু হয়, তাঁর স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালই রাজৌরিতে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে ৪ জঙ্গি।