জম্মু: ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। তিন জঙ্গিকে খতম করা হয়েছে। কিন্তু এখনও জঙ্গিমুক্ত হয়নি জম্মুর সুঞ্জয়ান সেনা ক্যাম্প। এখনও সেখানে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা। তাদের সন্ধানে তল্লাশি চলছে। গতকাল ভোর পাঁচটা নাগাদ জম্মু-কাশ্মীর লাইট ইনফেন্ট্রির ৩৬ আর্মি ব্রিগেডের ক্যাম্প লাগোয়া আবাসনে ঢুকে পড়ে কয়েকজন জইশ জঙ্গি। এরপরই মুহুর্মুহু গুলি-গ্রেনেড! জওয়ানদের পরিবারের সদস্যদের পণবন্দি করার চেষ্টাও করে তারা। মৃত্যু হয় ২ সেনা জওয়ানের। পাল্টা জবাব দেয় সেনা। সেনা ক্যাম্পকে জঙ্গিমুক্ত করতে উধমপুর ও সরসবা থেকে সঞ্জয়ানে পৌঁছয় সেনাবাহিনীর এলিট ফোর্স! প্যারা কম্যান্ডোর পাশাপাশি নামানো হয় স্পেশাল অপারেশন গ্রুপকেও! সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। উদ্ধার হয় একে ৫৬ অ্যাসল্ট রাইফেল, প্রচুর কার্তুজ এবং হ্যান্ড গ্রেনেড। আবাসন থেকে সেনা জওয়ান ও তাঁদের পরিজনদের উদ্ধার করা হয়।
গতকাল সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ এক বিবৃতিতে সেনা জানায় যে, জঙ্গি হামলায় এক জেসিও এবং এক এনসিও শহিদ হয়েছেন। তাঁরা দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পাঁচ মহিলা ও শিশু সহ মোট নয়জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সুঞ্জয়ান সেনা ক্যাম্পে এই হামলার মাস্টার মাইন্ড রউফ আসগর। রউফ জৈশের প্রধান মাসুদ আজহারের ভাই।
জম্মুর সুঞ্জয়ান সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ২৪ ঘন্টার বেশি সময় পার, জারি তল্লাশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 08:13 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -