জম্মু: ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গিয়েছে। তিন জঙ্গিকে খতম করা হয়েছে। কিন্তু এখনও জঙ্গিমুক্ত হয়নি জম্মুর সুঞ্জয়ান সেনা ক্যাম্প। এখনও সেখানে ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা। তাদের সন্ধানে তল্লাশি চলছে। গতকাল ভোর পাঁচটা নাগাদ জম্মু-কাশ্মীর লাইট ইনফেন্ট্রির ৩৬ আর্মি ব্রিগেডের ক্যাম্প লাগোয়া আবাসনে ঢুকে পড়ে কয়েকজন জইশ জঙ্গি। এরপরই মুহুর্মুহু গুলি-গ্রেনেড! জওয়ানদের পরিবারের সদস্যদের পণবন্দি করার চেষ্টাও করে তারা। মৃত্যু হয় ২ সেনা জওয়ানের। পাল্টা জবাব দেয় সেনা। সেনা ক্যাম্পকে জঙ্গিমুক্ত করতে উধমপুর ও সরসবা থেকে সঞ্জয়ানে পৌঁছয় সেনাবাহিনীর এলিট ফোর্স! প্যারা কম্যান্ডোর পাশাপাশি নামানো হয় স্পেশাল অপারেশন গ্রুপকেও! সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। উদ্ধার হয় একে ৫৬ অ্যাসল্ট রাইফেল, প্রচুর কার্তুজ এবং হ্যান্ড গ্রেনেড। আবাসন থেকে সেনা জওয়ান ও তাঁদের পরিজনদের উদ্ধার করা হয়।
গতকাল সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ এক বিবৃতিতে সেনা জানায় যে, জঙ্গি হামলায় এক জেসিও এবং এক এনসিও শহিদ হয়েছেন। তাঁরা দুজনেই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পাঁচ মহিলা ও শিশু সহ মোট নয়জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
সুঞ্জয়ান সেনা ক্যাম্পে এই হামলার মাস্টার মাইন্ড রউফ আসগর। রউফ জৈশের প্রধান মাসুদ আজহারের ভাই।