শ্রীনগর: জম্মু কাশ্মীরের সোপোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি খতম হয়েছে। রাজ্য পুলিশ জানিয়েছে, আজ তাদের কাছে স্থানীয় তড়কে দুরুস গ্রামে ২ জঙ্গির লুকিয়ে থাকার খবর আসে। শুরু হয় গোটা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান।

[embed]https://twitter.com/KashmirPolice/status/1025174959273009153?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1025174959273009153&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fjammu-kashmir-two-terrorists-killed-by-security-forces-in-sopore-encounter-929415[/embed]

অসমর্থিত সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হওয়া দুই জঙ্গিই স্থানীয় বাসিন্দা। একজনের নাম খুর্শিদ আহমেদ মালিক। বিটেক ছাত্র মালিক গত কয়েকদিন নিখোঁজ ছিল। এরপর গতকালই তার জঙ্গি হওয়ার খবর সামনে আসে। পরিবারের লোকজন ভিডিও প্রকাশ করে তাকে ফিরে আসারও অনুরোধ করেন।

পুলিশ জানিয়েছে, ওই গ্রামে তল্লাশি অভিযান এখনও চলছে।

গতকালও কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জঙ্গি খতম হয়।