শ্রীনগর: গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে ১ আইনজীবী সহ খুন হলেন ৩জন। মৃতদের মধ্যে রয়েছে এক প্রাক্তন জঙ্গিও।

পরপর ৩ খুনের পর রাজ্যের পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরে, গতকাল সন্ধেয়। সোপিয়ানের পিঞ্জুরা গ্রামে জঙ্গিরা ইমতিয়াজ আহমেদ খান নামে ওই প্রাক্তন সরকারি আইনজীবীকে গুলি করে মারে। ন্যাশনাল কনপারেন্সের স্থানীয় নেতা ছিলেন ইমতিয়াজ, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

অন্য একটি ঘটনায় জঙ্গিরা গুলি করে প্রাক্তন জঙ্গি আবদুল রশিদ পারে ওরফে রশিদ বিল্লাকে। উত্তর কাশ্মীরের বান্দিপোরায় ঘটেছে এই ঘটনা। রশিদকে পরপর চারটি গুলি করা হয়।

এছাড়াও উপত্যকায় হত্যা করা হয়েছে আরও একজনকে। একদিনের মধ্যে পরপর তিনটি খুনের পর কাশ্মীরে অশান্তি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতির জেরে পুলিশকর্মীদের আগামী কয়েক মাসের ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে, ছুটিতে বাড়ি যাওয়ার সময় রাস্তায় পাথর ছোঁড়া বিক্ষোভকারী ও জঙ্গিরা তাঁদের ওপর হামলা চালাতে পারে। পাশাপাশি অশান্তি যাতে না ছড়ায়, তাই সোশ্যাল মিডিয়ায় চলছে কড়া নজরদারি।