ফের লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস, হতাহতের খবর নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2017 01:31 PM (IST)
নয়াদিল্লি: মন্ত্রী বদলালেন। কিন্তু ট্রেন সফরের ঝুঁকি কমল না। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বুলেট ট্রেনের শিলান্যাস করেছেন। তার ঘণ্টাকয়েক আগে খাস রাজধানীতে লাইনচ্যুত হয়েছে রাজধানী এক্সপ্রেস। দিল্লি রেল স্টেশনে সকাল ৬টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। জম্মু-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের শেষ কোচটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহত হননি কেউ। উত্তর রেল আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় যাচ্ছিল ট্রেনটি। কেন এমন ঘটনা ঘটল জানতে তদন্ত হবে। এ মাসের শুরুতে সুরেশ প্রভুর জায়গায় রেলমন্ত্রী হয়েছেন পীযূষ গোয়েল। অল্প এই কদিনের মধ্যে এটি তৃতীয় রেল দুর্ঘটনা।