জামশেদপুর: অনলাইনে খাবারের সঙ্গে এল প্যাকেটবন্দি কন্ডোম!


অনলাইনে চিলি পনির অর্ডার করেছিলেন জামশেদপুরে টাটা স্টিলের এক মহিলা কর্মী। কিন্তু প্যাকেট খুলতেই অবাক তিনি। খাবারের বাক্সের মধ্যে রয়েছে এক কন্ডোমের প্যাকেট।
গ্রেভিকার্ট ডট কম (Gravycart.com) নামে নতুন লঞ্চ হওয়া একটি খাবার ডেলিভারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ওই মহিলা। ওই শহরেই তাদের একটি দোসা হাট নামে দোকান রয়েছে। সেখান থেকেই খাবার তৈরি করে ডেলিভারি করেন তাঁরা।

ওই মহিলা বলেন, প্যাকেট খুলতেই বাক্সভর্তি কন্ডোম দেখে চূড়ান্ত বিরক্তিকর অভিজ্ঞতা হয় তাঁর। এরপরই ডেলিভারি বয়কে ডাকেন তিনি। কিন্তু তিনি তা ফেরত নিতে অস্বীকার করেন। উল্টে ডেলিভারি বয় ওই মহিলার বিরুদ্ধেই অভিযোগ করে, বলেন, তিনি খাবার খেয়ে নিয়ে তাঁকে প্যাকেটটি ফেরত দিতে চাইছেন।

কিন্তু সংস্থার দাবি, তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, ফেরত পাওয়া প্যাকেটটিতে অধের্ক খাবার ছিল।

ওই কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সংস্থা। মহিলাকে টাকাও ফেরত দিয়েছেন তাঁরা।