নয়াদিল্লি: নোট বাতিলের পর গত ৪৫ দিনে দেশজুড়ে জনধন অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ দ্বিগুণ বেড়ে ৮৭ হাজার কোটিতে দাঁড়িয়েছে। ঘটনার জেরে খতিয়ে দেখার তোড়জোড় শুরু করেছে আয়কর বিভাগ।


এক শীর্ষ আধিকারিকের মতে, গত ১০ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ৪৮ লক্ষ জনধন অ্যাকাউন্টে ৪১,৫২৩ কোটি জমা পড়েছে। পাশাপাশি আয়কর দফতরের কাছে এমনও তথ্য রয়েছে যে, প্রায় ৪.৮৬ লক্ষ অ্যাকাউন্টে ৩০ থেকে ৫০ হাজার টাকা করে জমা করা হয়েছে। মোট জমা হওয়া টাকার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।


জানা গিয়েছে, নোট বাতিলের আগে দেশের সবকটি জনধন অ্যাকাউন্টের মিলিত টাকা ছিল প্রায় ৪৫, ৬৩৭ টাকা। কিন্তু, ৪৫ দিনে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৮৭,১০০ টাকা। ওই আধিকারিক জানান, এই সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, যদি দেখা যায়, একজনের অ্যাকাউন্টে অন্যের টাকা পড়েছে, তাহলে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।