নয়াদিল্লি : নোট বাতিলের পর ৪৫ দিনে জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে ৮৭ হাজার কোটি টাকা। এ ধরনের টাকা জমা সংক্রান্ত তথ্য আয়কর বিভাগ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন এক পদস্থ সরকারি আধিকারিক। এর পাশাপাশি ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে স্বল্প নগদ ৪.৮৬ লক্ষ অ্যাকাউন্টে জমা হয়েছে বলে তথ্য পেয়েছে আয়কর বিভাগ। এর মোট পরিমাণ ২ হাজার কোটি টাকা।

গত ১০ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ লক্ষ জন ধন অ্যাকাউন্টে মোট ৪১,৫২৩ কোটি টাকা জমা হয়েছে। ৯ নভেম্বরে জন ধন অ্যাকাউন্টগুলিতে মোট জমা টাকার পরিমাণ ছিল ৪৫,৬৩৭ কোটি টাকা। সব মিলিয়ে জন ধন অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ ৮৭,১০০ কোটি টাকা।

সরকারি সূত্রের খবর, জন ধন অ্যাকাউন্ট সংক্রান্ত এই সব তথ্য বিশ্লেষণ করে দেখা হচ্ছে। অন্য কারুর অর্থ জন ধন অ্যাকাউন্টে জমা করা হলে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি আধিকারিক আরও বলেছেন, নোট বাতিলের পর প্রথম সপ্তাহেই জন ধন অ্যাকাউন্টগুলিতে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছিল। এর পরিমাণ ছিল ২০,২২৪ কোটি টাকা। কিন্তু তারপর থেকে টাকা জমার পরিমাণ কমতে থাকে। তিনি বলেছেন, প্রথম দুই সপ্তাহের পর জন ধন অ্যাকাউন্টগুলিতে জমা টাকার পরিমাণ ৫০০০ কোটি টাকার নিচে নেমে আসে। এরপর প্রতি সপ্তাহে তা কমে হয় ১০০০ কোটি টাকা।

আয়কর বিভাগ জন ধন অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর টাকা জমার হার নিম্নমুখী হয় বলে জানিয়েছেন ওই আধিকারিক।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সরকার জন ধন অ্যাকাউন্টে জমা দেওয়ার সর্বোচ্চ সীমা ৫০ হাজার টাকায় বেঁধে দেয়।