নয়াদিল্লি: চলতি বছরের শেষের দিকেই নেতাজী সুভাষ চন্দ্র বসু সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ ফাইল প্রকাশ করবে জাপান। তবে অন্য তিনটি ফাইল প্রকাশের ব্যাপারে জাপানের কাছ থেকে কোনও আশ্বাস পাওয়া যায়নি। মঙ্গলবার লোকসভায় এ কথা জানিয়েছে সরকার।
একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, জাপানের হেফাজতে থাকা ওই পাঁচটি ফাইল নেতাজীর অন্তর্ধান রহস্য সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি জানিয়েছেন, ওই পাঁচ ফাইলের মধ্যে দুটি প্রকাশ করার কথা জাপান ভারতকে জানিয়েছে। তবে বাকি তিনটি ফাইলের ব্যাপারে কোনও সুস্পষ্ট আশ্বাস পাওয়া না গেলেও জাপান সেগুলি প্রকাশ করবে বলে আশাপ্রকাশ করেছেন রিজিজু।


রিজিজু বলেছেন, নেতাজী সংক্রান্ত ফাইল উদ্ধারের জন্য কেন্দ্র বিভিন্ন দেশের কাছে যে আর্জি জানিয়েছিল তাতে সাড়া পাওয়া গিয়েছে। ইতিমধ্যে অস্ট্রিয়া, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাছে নেতাজী সংক্রান্ত কোনও ফাইল বা নথি নেই বলে জানিয়েছে।ইংল্যান্ড জানিয়েছে যে, তাদের হেফাজতে থাকা এ ধরনের ৬২ টি ফাইল ব্রিটিশ লাইব্রেরিকে দেওয়া হয়েছে। জার্মানিও এ সংক্রান্ত ফাইলগুলি প্রকাশ করে মহাফেজখানায় রেখেছে।