নয়াদিল্লি: আজ থেকে দিল্লির যন্তর মন্তরে সংরক্ষণের দাবিতে জাঠদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাতিল হয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন দিল্লির মানুষ। এই কর্মসূচির জেরে গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ, ১২টি মেট্রো স্টেশন বন্ধ, মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা করেছিল পুলিশ। কিন্তু বিক্ষোভ বাতিল হয়ে যাওয়ায় সেসব বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিন স্বাভাবিক থাকছে রাজধানী।

গতকাল জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির সঙ্গে বৈঠকে বসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহ ও পিপি চৌধুরী। চার ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে খট্টার ঘোষণা করেন, দিল্লি হাইকোর্টের রায় মেনে কেন্দ্র ও রাজ্য সরকার শীঘ্রই জাঠদের সংরক্ষণের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবে। জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির চেয়ারম্যান যশপাল মালিক বলেন, রাজ্য সরকার দাবি মেনে নেওয়ায় তাঁরা আন্দোলন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।