‘মোদী ম্যাজিক’ ফিকে হয়নি, উপনির্বাচনে বিজেপি-র খারাপ ফলের পরেও দাবি জাভড়েকরের
Web Desk, ABP Ananda | 01 Jun 2018 08:49 PM (IST)
দেহরাদুন ও লখনউ: সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপি-র খারাপ ফলের পর ‘মোদী ম্যাজিক’ আর কাজ করছে না বলে দাবি করেছে বিরোধী দলগুলি। দলেও শোনা যাচ্ছে উল্টো সুর। উত্তরপ্রদেশের কয়েকজন বিজেপি বিধায়ক হারের জন্য রাজ্যের মন্ত্রীদের দায়ী করেছেন। তবে এই পরিস্থিতিতেও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, ‘মোদী ম্যাজিক’ অটুট। দেহরাদুনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মোদী ম্যাজিক ফিকে হয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তাঁর ম্যাজিক অব্যাহত এবং ২০১৯-এর পর কেন্দ্রে আরও বেশি করে সেটা দেখা যাবে।’ উপনির্বাচনে বিজেপি-র খারাপ ফলকেও গুরুত্ব দিতে নারাজ জাভড়েকর। তিনি এ বিষয়ে বলেছেন, ‘উপনির্বাচন অন্যরকম হয়। অনেক কম মানুষ ভোট দিতে আসেন এবং স্থানীয় বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়। সাধারণ নির্বাচনে কী হতে পারে, উপনির্বাচনের ফল থেকে তার ইঙ্গিত পাওয়া যেতে পারে না। উপনির্বাচনে মোদী কোথাও ছিলেন না। তিনি কোথাও প্রচারে যাননি। তাই এই নির্বাচনের ফলকে তাঁর সরকারের বিরুদ্ধে রায় বলা যাবে না। এই সরকার সবক্ষেত্রে ভাল কাজ করছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, কেরল ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২০১৪ সালের তুলনায় ২০১৯-এ আমরা আরও ভাল ফল করব।’