মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলে বসেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরুকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। আর যায় কোথায়! দেশের ইতিহাস নিয়ে স্বয়ং শিক্ষামন্ত্রীর এই বিচ্যুতিতে সঙ্গে সঙ্গে শোরগোল।
ভাষণে জাভড়েকর বলেন, ‘স্বাধীনতার যুদ্ধ শুরু হয় ১৮৫৭-য়। শেষ হয় ৯০ বছর বাদে, যখন ব্রিটিশদের বিতাড়িত করি আমরা। স্বাধীনতা সংগ্রামীদের আমরা স্যালুট করছি, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, জওহরলাল নেহরু, ভগত সিংহ ও রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়’।
কিন্তু ঘটনা হল, দেশে শিক্ষার প্রসার ও উন্নয়নের দায়িত্বে থাকা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ভুলভাল তথ্য দিয়েছেন। স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরুর মৃত্যু হয় স্বাভাবিক কারণে- ১৯৬৪-তে। সর্দার প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি মারা যান ১৯৫০-এ। নেতাজির মৃত্যু রহস্যের এখনও সুরাহা হয়নি। শুধু ভগত সিংহ ও রাজগুরুকে ১৯৩১-এ ফাঁসি দেয় ব্রিটিশরা।
দেশের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপনে ছিন্দওয়াড়ায় ওই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। বহু বিজেপি নেতা ও আইনপ্রণেতার সামনে জাভড়েকর এই চূড়ান্ত ভুল ইতিহাস আওড়ালেন।