প্রধানমন্ত্রী মোদীর লেখা কবিতার সংস্কৃত অনুবাদ প্রকাশ করবেন জাভড়েকর
ABP Ananda, web desk | 20 Nov 2016 08:01 AM (IST)
পালদেব: দাপুটে প্রশাসকের আড়ালে অন্য এক সত্ত্বা। কবি নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা কবিতার সংস্কৃত অনুবাদ প্রকাশ করবেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। আজ বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর লেখা কবিতা সংগ্রহের সংস্কৃত অনুবাদ প্রকাশ করবেন জাভড়েকর। সংসদ আদর্শ গ্রাম যোজনায় নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর অন্তর্গত পালদেব গ্রাম দত্তক নিয়েছেন মোদী। এই গ্রামে একটি অনুষ্ঠানের ফাঁকে গতকাল এ কথা জানান জাভড়েকর। পরে জনতা দরবারের আয়োজন করেন তিনি। একটি কমিউনিটি হলের উদ্বোধনও করেন।