নয়াদিল্লি: গুরুপূর্ণিমায় ‘গুরুদক্ষিণা’! অভিনব পদক্ষেপ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শিক্ষকতা বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত সাংসদদের সম্মাণিত করলেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী।


এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাভড়েকর বলেন, কোনও কোনও ক্ষেত্রে সংসদ সম্পর্কে ভ্রান্ত ধারনা তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে সংসদে বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্বরা রয়েছেন। অনেক সাংসদই উচ্চ শিক্ষিত।

শিক্ষকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে মন্ত্রী প্রায় ৫০ জন সাংসদকে সম্মাণিত করেন। সংসদ ভবনেই এই অনুষ্ঠান হয় এবং পুরস্কার হিসেবে তুলসী গাছ এবং গাঁধীজীর রচনাবলী সংক্রান্ত একটি সিডি দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন, কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিংহ,সৌগত রায় (তৃণমূল), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি টমাস প্রমুখ সাংসদের সংবর্ধনা দেওয়া হয়।

জাভড়েকর জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহেরও অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি।