নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদের পিছনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি বলেছেন, নেহরু থেকে শুরু করে গত ৬০ বছরে একের পর এক ভুলভ্রান্তিই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের রমরমার কারণ।
তিনি বলেছেন, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাক ভূখণ্ডে ঢুকে সাম্প্রতিক সার্জিক্যাল স্ট্রাইক এনডিএ সরকারের গৃহীত কঠোর ব্যবস্থার একটা উদাহরণ।
জিতেন্দ্র সিংহর দাবি, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলার ভার নেহরু যদি তত্কালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই পটেলের ওপর ছেড়ে দিতেন তাহলে উপমহাদেশের ইতিহাস অন্যরকম হত। তাঁর অভিযোগ, নেহরু স্বরাষ্ট্রমন্ত্রকের অধিকারে হস্তক্ষেপ করেছিলেন।
দিল্লিতে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এর দুটি উদাহরণ হল, সার্জিক্যাল স্ট্রাইক এবং নোট বাতিল। পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত লেনদেন এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া গিয়েছে বলেও দাবি করেছেন মন্ত্রী।
জিতেন্দ্র সিংহর দাবি, ২০১৪-র ২৬ মে মোদী যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন তাঁর ঘাড়ে গত ছয় দশকের অপকর্মের বোঝা চেপেছিল।
মন্ত্রীর দাবি, অতীতের নৈরাশ্য ও হতাশার কালো মেঘ কেটে গত দু বছরের মধ্যেই সাধারণ মানুষ নিজেদের ভরতীয় হিসেবে গর্বিত বোধ করছেন। শুধু আমজনতাই নয়, বিদেশে থাকা ভারতীয়রাও দেশে ফিরে আসার সুযোগ খুঁজছেন।
তিনি বলেছেন, রিপোর্ট অনুসারে, নোট বাতিলের জঙ্গি কার্যকলাপ ৬০ শতাংশ কমেছে। সন্ত্রাসবাদ সংক্রান্ত হাওয়ালা লেনদেন ৫০ শতাংশ কমেছে। মন্ত্রীর আরও দাবি, পাকিস্তানে ভারতের জাল নোট ছাপার অন্তত দুটি প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে গিয়েছে। একই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, কাশ্মীর পাথর ছোঁড়ার ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের জন্য নেহরুকে দায়ী করলেন মোদী সরকারের মন্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
29 Jan 2017 02:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -