সীমান্তে হৃদরোগে মৃত্যু বিএসএফ জওয়ানের
ABP Ananda, web desk | 24 Nov 2016 05:47 PM (IST)
জম্মু: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জম্মু জেলায় আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন এক বিএসএফ জওয়ান। সীমান্তবর্তী আখনুর সেক্টরে বর্ডার আউট পোস্টে মোতায়েন ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর হেড কনস্টেবল যোগেন্দর সিংহ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিএসএফের এক পদস্থ আধিকারিক। আখনুর সেক্টরের খোর বেল্টের নিক্কিয়ান গ্রামের বাসিন্দা যোগেন্দরের স্ত্রী, কন্যা ও পুত্র রয়েছে।