বারামুল্লা: জম্মু-কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনার হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। সংবাদ সংস্থা সূত্রের খবর, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও। দুই পক্ষের গুলি বিনিময়ের মধ্যে প্রাণ হারান এক ভারতীয় জওয়ান। কাশ্মীর পুলিশ জানিয়েছে, এই হামলায় উরিতেই মৃত্যু হয়েছে আরও এক মহিলারও।





প্রসঙ্গত, গত রবিবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালায় পাক সেনা। নৌশেরার ওই ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল প্রতিবেশী দেশ। এর আগে চলতি মাসেই ২১ ও ২২ তারিখ নাগাদ মেনধর, কৃষ্ণঘাটি ও পুঞ্চ সেক্টরে একাধিকবার হামলা চালায় পাকিস্তানের সেনা। প্রতিক্ষেত্রেই জবাব দিয়েছে ভারত।