সুকমার অতিরিক্ত পুলিশ সুপার ইরফান খান বলেন, প্রথম বিস্ফোরণটি হয় নির্মীয়মাণ মারাইগুড়া-গোলাপল্লী রোডের ওপর মারাইগুড়া থানার কাছে। সিআরপিএফ ও ডিআরজি-র এক যৌথ দল নির্মাণকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে টহল দিচ্ছিল। মাকদম জোগা নামে ওই ডিআরজি জওয়ান অসাবধানে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে পা দিয়ে মারাত্মক আঘাত পান। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে জখম জওয়ানকে তেলঙ্গানার ভদ্রাচলমে পাঠানো হয়। সেখানেই মারা যান তিনি।
আধ ঘণ্টা বাদে একই রুটে ফের বিস্ফোরণ হয়। এক্ষত্রেও মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরকে ধাক্কা মারে মাটি সরানোর যন্ত্র। জখম হন সেটির চালক।
মাওবাদীদের ধরতে তল্লাশি চলছে।