জম্মু: সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘন করল পাকিস্তান। পাক হামলায় নিহত এক সেনা জওয়ান ও এক পোর্টার। আহত আরও ৬ জন।


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি সেক্টরে ছোট ও স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক সেনা।


ওঅ আধিকারিক জানান, পাক হামলার পাল্টা জবাব দেয় ভারতও। দফায় দফায় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত, রাত সাড়ে ৮টার সময়ও গুলি বিনিময় চলেছে।


পাক হামলায় নিহত হন সেপাই টি কে রেড্ডি (২১) নামে এক সেনা জওয়ান। মারা যান সেনা পোর্টার মহম্মদ জাহির (২২)। এছাড়া আরও ৫ জওয়ান এবং আরেক পোর্টার আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।