নয়াদিল্লি: ফের জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উরির জঙ্গি হামলার পর প্রত্যাঘাতের ইঙ্গিত আরও জোরাল করলেন মোদী। রবিবার রেডিওয় তাঁর ২৪ তম 'মন কি বাত' অনুষ্ঠানে স্পষ্ট হুঁশিয়ারি দেন, জওয়ানরা কথা বলেন না, সাহসিকতা দেখায়। মন কি বাত অনুষ্ঠান থেকে মোদী ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দেন, গোটা দেশ ফুঁসছে। উরির হামলাকারীরা ছাড় পাবে না।
আর হামলাকারী বলতে যে প্রধানমন্ত্রী কাদের বোঝাচ্ছেন, সেটা তিনি শনিবারই স্পষ্ট করে দিয়েছেন। সম্প্রতি তিনি বলেছেন, বিশ্বের যেখানে যেখানে সন্ত্রাস, সেখানেই পাকিস্তানের নাম, ভারত সফটঅয়্যার এক্সপোর্ট করে, পাকিস্তান সন্ত্রাসবাদী। একটাই দেশ দক্ষিণ এশিয়াকে অস্থির করছে।
আক্রমণের পাশাপাশি পাকিস্তানের কাশ্মীর-অস্ত্র ভোঁতা করতে এদিন কাশ্মীরবাসীর উদ্দেশ্যেও বার্তা দেন মোদী।
মোদী যখন মন কি বাত অনুষ্ঠান থেকে এই বার্তা দিচ্ছেন, তখন কোঝিকোরের সভা থেকে পাকিস্তানকে আরও কড়া আক্রমণ করেছেন বিজেপি সভাপতি। পাকিস্তান সরকারি নীতি হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করছে। রাষ্ট্রপুঞ্জে নওয়াজ শরিফের ভাষণ এর প্রমাণ যে,পাকিস্তান খোলাখুলি সন্ত্রাসবাদের হয়ে ওকালতি করছে।
তা সত্বেও বিরোধীরা মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েনি। কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল বলেন, কথা বলছেন, কাজ কোথায়? এই সবের মধ্যে দেশবাসীর প্রশ্ন এখন একটাই। পাকিস্তানের ওপর পাল্টা আঘাত ভারত হানবে কীভাবে?
জওয়ানরা কথা বলেন না, সাহসিকতা দেখান: মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2016 08:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -