নয়াদিল্লি: গত বছরের জানুয়ারিতে ফেসবুক ভিডিওয় খাবারের মান নিয়ে অভিযোগ করেন বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। তাঁর এই অভিযোগের জেরেই এবার বিএসএফ জওয়ান ও আধাসামরিকবাহিনীর অফিসারদের খাবারের মান পরীক্ষার দায়িত্ব দেওয়া হল ডিআরডিও-কে।

বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা জানিয়েছেন, ‘বিএসএফ জওয়ানদের যে খাবার দেওয়া হয়, ডিআরডিও-র পরীক্ষাগারে সেই খাবারের মান পরীক্ষা করা হচ্ছে। যাঁরা খাবার তৈরি করেন, ইউনিট মেস চালান এবং যাঁরা সেই খাবার খান, তাঁদের সঙ্গেও কথা বলছেন ডিআরডিও আধিকারিকরা। এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, জওয়ান ও অফিসারদের যে খাবার দেওয়া হয়, সেটা যথেষ্ট ভাল।’

তেজবাহাদুর অভিযোগ করেন, তাঁদের জলের মতো ডাল ও পোড়া চাপাটি খেতে দেওয়া হয়। বিএসএফ-এর ডিজি জানিয়েছেন, তেজবাহাদুর এই অভিযোগ করার পরেই অভ্যন্তরীণ তদন্ত করে তাঁর তিন উচ্চপদস্থ আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে বদলি করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে তেজবাহাদুরকেও বরখাস্ত করা হয়েছে। কোনওভাবেই শৃঙ্খলাভঙ্গের ঘটনা মেনে নেওয়া হবে না।

তেজবাহাদুরের অভিযোগের পরে সংসদীয় প্যানেলের রিপোর্টে বলা হয়, ‘কমিটির সদস্যরা মনে করেন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনীর সদস্যদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখাই নয়, মানসিকভাবে তরতাজা রাখার জন্যও ভাল খাবার দেওয়া দরকার। তাই খাবারের মান ও উৎস পরীক্ষা করা উচিত।’ এই রিপোর্ট পাওয়ার পরেই খাবারের মান পরীক্ষার দায়িত্ব ডিআরডিও-কে দিল বিএসএফ।