নয়াদিল্লি: ফেসবুকে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের খারাপ খাবারের ভিডিও আপলোডের জের। সরিয়ে দেওয়া হল বাহিনীর দুই কমান্ডান্টকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ২৯ নং ব্যাটলিয়নের দায়িত্বে থাকা পি কুমার এবং তাঁর সেকেন্ড-ইন-কমান্ডকে ত্রিপুরায় বদলি করা হয়েছে। বিএসএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, তেজ বাহাদুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে দুই অফিসারকে বদলি করা হয়েছে।

কয়েকদিন আগে বিএসএফ জওয়ান তেজ বাহাদুর ফেসবুকে একটি ভিডিও আপলেড করে অভিযোগ করেন, অত্যন্ত নিম্নমানের খাবার খেয়ে ডিউটি করতে হচ্ছে জওয়ানদের। জীবনপণ করে যাঁরা দেশ পাহারা দিচ্ছেন, সেই জওয়ানরা দু’বেলা পেট ভরে খেতেও পাচ্ছেন না।

সেই ভিডিওকে ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। অভিযোগ অস্বীকার করে বিএসএফ। পাশাপাশি, ভিডিও পোস্ট করার পর কল মিস্ত্রি পদে বদলি করা হয় তেজ বাহাদুরকে। এবার বদলি করা হল দুই কমান্ডান্টকে।