নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের কোম্পানির টার্নওভার কয়েক গুণ বৃদ্ধি পাওয়া নিয়ে বিরোধী শিবিরের আক্রমণের মুখে আসরে আরএসএস।

বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এবং অমিত শাহের ছেলে হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে জয় ব্যবসা বাড়িয়েছেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্ঘের অন্যতম শীর্ষ নেতা দত্তাত্রেয় হোসাবালে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ভাবে শক্ত তথ্যপ্রমাণ থাকলে জয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত হতেই পারে। প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে তার ভিত্তিতে ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত।

যদিও হোসাবালে একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, জয়ের বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলছেন, তা প্রমাণের দায়ও তাঁদেরই। আগে তাঁরা অভিযোগ প্রমাণ করুন।

দি ওয়্যার নামে যে নিউজ ওয়েবসাইট তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাঁর কোম্পানির আয় ১৬ হাজার গুণ বেড়েছে, তাদের বিরুদ্দে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন জয়। দি ওয়্যার-এর রিপোর্টে কেন জয়ের সংস্থাকে ফেরত পাওয়ার ব্যবস্থা না করেই প্রচুর ঋণ দেওয়া হয়েছে, সেই প্রশ্নও তোলা হয়েছে।

অমিত শাহের ছেলেকে কেন্দ্রীয় সরকার বাঁচাতে চেষ্টা করছে বলে বিজেপি নেতা যশবন্ত সিনহার অভিযোগ অবশ্য সমর্থন করেননি হোসাবালে। কেন্দ্রের দেশের অর্থনীতি পরিচালনারও তীব্র সমালোচনা করেছেন যশবন্ত। আরএসএস নেতার বক্তব্য, ওঁরা বিজেপিতে আছেন। তাই দলের ভিতরেই ওঁরা আপত্তিগুলি নিয়ে আলোচনা করলে ভাল হয়। আলোচনার দায় আমাদের নয়।