চেন্নাই: পুরোপুরি আরোগ্যলাভ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়রামণ জয়ললিতা। শুক্রবার হাসপাতালের তরফে এমনটাই জানানো হল।


জ্বর ও শরীরে জলের অভাব নিয়ে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। পরে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর সংক্রমণের চিকিৎসা চলছে। শ্বাসজনিত সমস্যা থাকায় কৃত্রিম যন্ত্রের সাহায্যও নেওয়া হচ্ছে।

এদিন হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি জানান, জয়ললিতা সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন, আমি এটুকু স্পষ্ট করে বলতে চাই যে তিনি (জয়ললিতা) সন্তুষ্ট। অর্থাৎ, তিনি পুরোপুরি রোগমুক্ত।

কবে তাঁকে ছাড়া হবে এই প্রশ্নের উত্তরে রেড্ডি বলেন, জয়ললিতা ভালমতোই ওয়াকিবহাল তাঁর আশেপাশে কী ঘটছে। তিনি সবই বুঝতে পারছেন। ফলে, এখন কবে জয়ললিতা বাড়ি ফিরতে চান, তা নিজেই ঠিক করবেন বলে জানিয়েছেন ওই কর্তা।

হাসপাতাল সূত্রে খবর, জয়ললিতার চিকিৎসায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) এবং লন্ডন থেকে বিশেষজ্ঞদের উড়িয়ে আনা হয়। এর আগে গত ২১ অক্টোবর, হাসপাতাল থেকে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।

এদিকে, জয়ললিতা হাসপাতালে ভর্তি হওয়া ইস্তক তাঁর আরোগ্য কামনায় ইরোড ও কারুর সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে দলের কর্মীরা।

হাসপাতালে গিয়ে অসুস্থ জয়ললিতাকে দেখে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। দেখা করেন দক্ষিণী রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত এবং খুশবু, যিনি রাজ্যের কংগ্রেসের মুখপাত্রও বটে।