রমজানে তামিলনাড়ুর মসজিদগুলিতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ জয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2016 05:55 AM (IST)
চেন্নাই: পবিত্র রামজান মাসে রাজ্যের মসজিদগুলিতে বিনামূল্যে চাল সরবরাহের নির্দেশ দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। উল্লেখ্য, আগামী সপ্তাহেই শুরু হচ্ছে রামজান। তার আগে এক বিবৃতিতে রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী জয়ললিতা জানিয়েছেন, তিনি রাজ্যের প্রায় তিন হাজার মসজিদে ৪,৬০০ টন চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এ বছরও চাল সরবরাহ করার জন্য অনুরোধ পেয়েছেন তিনি। সেই অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০১-এ ক্ষমতায় আসীন হয়ে এই প্রকল্প চালু করেছিলেন জয়ললিতা। জেলা কালেক্টরদের মসজিদগুলিতে পর্যাপ্ত পরিমাণ চাল সরবরাহের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের ফলে রাজ্য সরকারের খরচ হবে ২.১৪ কোটি টাকা।