চেন্নাই: আম্মার মৃত্যুর জেরে শোকস্তব্ধ তামিলনাড়ু। প্রিয় নেত্রী নেই, কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর অসংখ্য ভক্ত, অনুগামীর অনেকেই। গতকাল দুপুর থেকে জয়ললিতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে পড়ার খবর ছড়াতেই উদ্বেগ, উত্কন্ঠা বাড়তে থাকে তাঁদের। নেত্রী ভাল নেই, এ কথা শুনেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গানাল্লাউরে নিজের বাড়িতেই টিভি-তে জয়ললিতার স্বাস্থ্যের ক্রমাবনতির খবর শুনে বুকে ব্যথা শুরু হয় ৬৫ বছর বয়সি এক চিত্রশিল্পীর।


পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। থুডিইয়ালুরে টিভি-র খবর শুনে তীব্র মানসিক আঘাত পেয়ে মারা যান পালানিআম্মাল নামে ৬২ বছর বয়সি এক মহিলা। ইরোডে রাজা নামে ৩৮ বছর বয়সি এক মাল তোলার কর্মী টিভি-তে জয়ললিতার খবর শুনে চেয়ার থেকে পড়ে যান। তাঁর স্ত্রী জরুরি সহায়তা দপ্তরে ফোন করেন। কিন্তু সেখানকার কর্মীরা এসে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।


তামিলনাড়ুতে ভালবাসার তারকা, নেতা-নেত্রীকে ঘিরে ভাল বা খারাপ, যে কোনও ঘটনায় তাঁদের ফ্যানদের মধ্যে যে তীব্র উন্মাদনা সবসময় দেখা যায়, জয়ললিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ জানিয়েছে, কুনিয়ামুথুরে আজ সকালে ৫০ ফুট উঁচু মোবাইল টাওয়ার থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করে জনৈক লোগানাথন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বুঝিয়ে নিরস্ত করে। নেমে আসার পর তাকে বকাঝকা করে সাবধান করে ছেড়ে দেওয়া হয়।


গত রাতে আন্নুরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রামচন্দ্রন নামে ৪৫ বছর বয়সি এক আআইএডিএমকে কর্মী। ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় সরকারি হাসপাতালে তার চিকিত্সা চলছে।