কাড্ডালোর (তামিলনাড়ু) : জয়া আম্মা ভালো নেই। চিকিত্সকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা সঙ্কটজনক। এই খবর শুনেই মৃত্যু  এক জয়ললিতার  অনুগামীর।
টিভি থেকেই নেত্রীর হার্ট অ্যাটাকের খবর জানতে পারেন গাঁধী নগর জেলার কাড্ডালোরের বাসিন্দা এআইএডিএমকে কর্মী নেলাগন্দন। শোনেন, জয়ললিতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। চিকিত্সকদের বিশেষ দল গঠিত হয়েছে। এই খবরে তিনি এতটাই ব্যথিত হন যে, সঙ্গে সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কোয়েম্বাটোরে জয়া আম্মা আর নেই-এই গুজব শুনেই মৃত্যু হয় বছর ৪৭-এর এক এআইএডিএমকে কর্মীর।