চেন্নাই: আম্মা, জয়ললিতার প্রয়াণে শোকস্তব্ধ চেন্নাইয়ের জনজীবন। থমকে গেছে সেখানকার স্বাভাবিক ছন্দ। সোমবার রাত সাড়ে এগারোটায় জয়ললিতার প্রয়াণের খবর ঘোষণা করা হয়। তারপর মঙ্গলবার সকাল থেকে শুনশান চেন্নাইয়ের রাস্তাঘাট। আজ সেখানকার সমস্ত দোকান বন্ধ। খোলা নেই কোনও হোটেল। সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ আজ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।
চেন্নাইয়ের রাজপথে আজ চলছে না কোনও যানবাহন। শুধুমাত্র কিছু বেসরকারি গাড়ি চলতে দেখা গেছে রাস্তায়। চেন্নাইয়ের সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে পুলিশ। পুরো এলাকার ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।
জয়ললিতাকে শেষ দেখা দেখতে শহরের কেন্দ্রস্থল রাজাজি হলে উপচে পড়ছে নেত্রীর সমর্থকদের ভিড়।
শোকস্তব্ধ তামিলনাড়ুতে সকালে দু-একটা চায়ের দোকাল খুললেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়। তবে শহরের ভেতরে ট্রেন চলেছে। তবে ট্রেনে যাত্রী সংখ্যা খুব কম ছিল।
দূরপাল্লার ট্রেন সঠিক সময়ই চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসেছে। আজ তামিলনাড়ুর সমস্ত সরকারি দফতরের কাজকর্ম বন্ধ থাকবে। আগামী তিনদিন সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নেত্রীর প্রতি সম্মান জানানোর জন্যে।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়ে গেছে বহু থিয়েটারের শো।
আলবিদা আম্মা:স্তব্ধ চেন্নাইয়ের জনজীবন, ফাঁকা রাস্তা, বন্ধ দোকানপাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2016 11:38 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -