জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবন স্মারকসৌধ বানানোর নির্দেশ পনিরসেলভমের, কেন মাস্টারস্ট্রোক? পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Feb 2017 03:31 PM (IST)
চেন্নাই: ও পনিরসেলভম-শশীকলার মধ্যে চলতি কাজিয়ার মধ্যেই মাস্টারস্ট্রোক দিলেন এআইএডিএমকে নেতা এবং তামিলনাড়ুর অন্তর্বতীকালীন মুখ্যমন্ত্রী। প্রস্তাব ছিলই, এবার জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনটিকে স্মারকস্মৃতিতে পরিবর্তনের নির্দেশ দিলেন পনিরসেলভম। এর ফলে, এখনও ওই বাড়িতে থাকছেন শশীকলা, সেক্ষেত্রে তাঁকে অবিলম্বে বাড়িটি খালি করে দিতে হতে পারে। তামিলনাড়ুর রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও, যিনি গত তিনদিন চেন্নাইয়ের বাইরে রয়েছেন, আজই ফিরবেন রাজধানীতে। তাঁর অনুপস্থিতির মাঝেই শশীকলা-পনিরসেলভম তরজা তুঙ্গে ওঠে। আজ রাজ্যপালের ফেরার খবরে এরমধ্যেই নয়া জল্পনা শুরু হয়ে গেছে। বিদ্যাসাগর রাও শশীকলাকে সমর্থন করবেন, নাকি পনিরসেলভমের পাশে দাঁড়াবেন, তুঙ্গে জল্পনা। শশীকলার দাবি, আপাতত বেশি সংখ্যক এআইএডিএমকে বিধায়করা পনিরসেলভমের বিপক্ষেই রয়েছেন। সূত্রের খবর শীর্ষ আদালত খুব শীঘ্রই শশীকলার বিরুদ্ধে হিসাব-বহির্ভূত সম্পত্তি মামলায় রায় দেবে। তিনি আপাতত এআইএডিএমকের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তবে সুপ্রিম কোর্টের রায় যদি শশীকলার বিপক্ষে যায় তাহলে হয়তো শপথগ্রহণের পরও মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হতে পারে শশীকলাকে।