নয়াদিল্লি: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও দক্ষ পেশাদারদের ভিসার মেয়াদ বাড়াতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জয়শঙ্কর ও পম্পেও টেলিফোনে একে অপরের সঙ্গে কথা বলেন এবং কোভিড-১৯ সংকট মোকাবিলার ক্ষেত্রে গৃহীত প্রয়াসের ক্ষেত্রে সমন্বয় সাধনের পন্থাপদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।
আমেরিকায় আটকে পড়া বহু ভারতীয় পড়ুয়ার ভিসার মেয়াদ আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এইচ-১বি ভিসায় আমেরিকায় কর্মরত অনেক ভারতীয় দক্ষ পেশাদারও একই পরিস্থিতির মুখে পড়েছেন।
পম্পেও ও জয়শঙ্কর কোভিড-১৯ সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে ওষুধপত্র ও চিকিত্সাসংক্রান্ত উত্পাদন ও সরবরাহর ধারা জোরাল করতে আমেরিকা, ভারত ও অন্যান্য ঘনিষ্ঠ শরিকদের মধ্যে আরও বেশি সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করেন।
মার্কিন বিদেশ বিভাগের মুখপাত্র মর্গ্যান ওর্তাগুস বলেছেন, ইন্দো-প্রশান্তমহাসাগরীয় অঞ্চল ও সমগ্র বিশ্বে শান্তি, সম্বৃদ্ধি প্রসার ও নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে আমেরিকার দায়বদ্ধতার কথা আরও একবার জানিয়েছেন পম্পেও।
তাঁদের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। কাবুলে গুরদ্বারে হামলার ঘটনায় জয়শঙ্করকে সহমর্মিতাও জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব।
অনেকেরই সামনেই মেয়াদ ফুরোচ্ছে, আমেরিকায় আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ভিসার মেয়াদ বাড়াতে পম্পেওকে বললেন জয়শঙ্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2020 05:23 PM (IST)
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকে পড়া ভারতীয় পড়ুয়া ও দক্ষ পেশাদারদের ভিসার মেয়াদ বাড়াতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওকে বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
NEW DELHI, INDIA - AUGUST 14: External Affairs Minister S Jaishankar (R) with his deputy V. Murraleedharan during the launch of MEA Performance Smartboard, at Jawahar Lal Nehru Bhavanon August 14, 2019 in New Delhi, India. (Photo by Mohd Zakir/Hindustan Times via Getty Images)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -