শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বীরওয়া অঞ্চলে জঙ্গি হামলায় নিহত হলেন সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার রাজ কুমার। তিনি ৫৩ রাষ্ট্রীয় রাইফেলের সদস্য ছিলেন। টহলদারির সময় জঙ্গি হামলার মুখে পড়ে রাজ কুমার ও তাঁর দল। জঙ্গিদের গুলিতে মারাত্মক জখম হন রাজ কুমার। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, শ্রীনগর থেকে ৪০ কিমি দূরে বীরওয়ার দ্রাং জেলায় হামলার মুখে পড়ে ৫৩ রাষ্ট্রীয় রাইফেলের টহলদারি দল। জওয়ানরা পাল্টা জবাব দেন। দু’পক্ষের গুলির লড়াইয়ের সময় রাজ কুমার জখম হন। পরে তাঁর মৃত্যু হয়।