দেখুন ছবিটি
গতকাল সাংবাদিক বৈঠক করে ঢাকঢোল পিটিয়ে ছবিটি প্রকাশ করে জেডিইউ। তাদের মুখপাত্র বলেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, বিহারের ইউথ আইকন কেমন দিব্যি ফুর্তিতে রয়েছেন। তেজস্বীর এমন রং দেখে আমরা চিন্তায়। এই সংস্কার কি তিনি তাঁর বাবা লালুপ্রসাদের কাছ থেকে পেয়েছেন।
তেজস্বী অবশ্য দ্রুত অস্বীকার করেন সব অভিযোগ। তাঁর দাবি, তিনি নীতীশ কুমারের আমলের একাধিক দুর্নীতির পর্দাফাঁস করেছেন, বেআইনি মদের ব্যবসার রমরমার কথা বলেছেন। তাই এভাবে তাঁকে বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনিও টুইটারে ওই ছবিটিই প্রকাশ করে দাবি করেছেন, ২০১০-এর আইপিএলে আফটার ম্যাচ পার্টিতে কোনও ফ্যানের আবদারে ছবিটি তোলা হয়।
যদিও যেভাবে ছবি ক্রপ করে মদের বোতল বাদ দেওয়া হয়েছে তা সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। শুরু হয়ে যায় হাসিঠাট্টার ঝড়।