নয়াদিল্লি ও বেঙ্গালুরু: কর্ণাটকে বি এস ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে না পেরে আস্থাভোটের আগেই ইস্তফা দেওয়ার পর কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি ট্যুইট করে বলেছেন, ‘উদ্ধত কংগ্রেস ও তাদের সামন্ততান্ত্রিক মানসিকতার নেতাদের উদ্দেশে আমার পরামর্শ, তারাদের পরেও দুনিয়া আছে। ভবিষ্যতে আরও অনেক পরীক্ষা বাকি আছে।’



অপর এক কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারও আজ কংগ্রেস ও জেডিএস জোটকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, এই ‘অশুভ জোট’ বেশিদিন টিকবে না। তিনি আরও বলেছেন, ‘কংগ্রেস ৭৮টি আসন পাওয়া সত্ত্বেও শুধু বিজেপি-কে আটকানোর জন্য জেডিএস-এর পায়ে পড়ে গিয়েছিল। এটা লজ্জাজনক ঘটনা। কংগ্রেস ও জেডিএস-এর অশুভ জোটের ফলে তৈরি হওয়া নতুন সরকার বেশিদিন টিকবে না। শুধু বিজেপি-ই স্থায়ী সরকার গঠন করতে পারে। কর্ণাটকের মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করে বিজেপি-র পক্ষে রায় দিয়েছেন। চামুন্ডেশ্বরী কেন্দ্রে সিদ্দারামাইয়া হেরে গিয়েছেন। জেডিএস প্রান্তিক দলে পরিণত হয়েছেন। তারপরেও এই দুই দল জোট করে সরকার গড়ছে। আমরা কর্ণাটকের প্রতিটি গ্রামে গিয়ে কংগ্রেসের এই বিশ্বাসঘাতকতার কথা বলব।’